যশোর আজ বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ব্রাজিলে করোনা দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৯, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
ব্রাজিলে করোনা দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়েছিলো ব্রাজিল। দেশটিতে আবারও সংক্রমণের রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এ এফপি’র প্রতিবেদনে বলা হয়, ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ আমেরিকার এ দেশ হচ্ছে মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।

করোনা ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নতুন বছরের শুরু থেকেই ব্রাজিলে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়।২০২১ সালের একেবারে শেষের দিকে প্রাত্যহিক নতুন আক্রান্তের গড় হার ছিল মাত্র আট হাজার। ২০২১ সালের জুনের আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রের্কড ছিল ১ লাখ ১৫ হাজারের কিছু বেশি।

সর্বশেষ হিসাব অনুযায়ী,করোনাভাইরাসে দেশটির ৬ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিক থেকে ব্রাজিল কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।

সর্বশেষ - ফিচার