স্টাফ রিপোর্টার :: বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল (৫৯) গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পৌরসভাধীন দূর্গাপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
রবিবার ( ১০ নভেম্বর )রাতে রাজধানীর ভাটরা থানা এলাকায় সৈয়দ আজিজ সড়ক হতে তাকে গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা।
এনামুল হক মুকুল ভাটরা থানায় দায়েরকৃত আমজাত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হওয়ায় তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন পুলিশি অভিযানে অংশ নেওয়া সাব ইন্সেপেক্টর নাজমুল আমীন।
গ্রেফতারকৃতকে ঢাকা মহানগরের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করেছেনে পুলিশ বলে আরো জানা গেছে।