বেনাপোল প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের অভিযানে ১ টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন ও গুলিসহ মোঃ সুরুজ মিয়াকে (২৫)গ্রেফতার হয়েছে।
বুধবার ( ৩ নভেম্বর ) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে র্যাব-৬ (সদর কোম্পানীর) একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।সে গয়ড়া স্কুলপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে খুলনর একটি আভিযানিক দল কাগজপুকুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে সুরুজকে গ্রেফতার করে র্যাব।
এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতকৃত আসামীর হেফাহত হতে বিদেশী পিস্তল ১টি , ১টি ম্যাগাজিন,১টি ( ৭.৬৫ মিঃমিঃ) পিস্তল এর গুলি, ২ সীমকার্ড ও ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুসহ আসামীকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর পক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post