স্টাফ রিপোর্টার :: বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যদের একাধিক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য,কম্বল, ভারতীয় শাড়ি,কসমেটিক্স ও প্রসাধনী সামগ্রী আটক হওয়ার পরেও বেপরোয়া স্থানীয় চোরাকারবারী সিন্ডিকেটের সদস্য লিটন।
ভারত হতে চোরাই পথে ও ল্যাগেজ ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমেই রাতা রাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে অঢেল অর্থবিত্তের মালিক হয়েছেন লিটন।
রবিবার ( ২৯ ডিসেম্বর ) বিকালে ম্যাজিস্টে,বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স সীমান্তের সাদিপুর রোড ও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিশ লাখ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করলে চোরাচালানী সিন্ডিকেটের ক্যাশিয়ার লিটনের গোমর ফাঁস হয়।
স্থানীয় একাধিক সূত্র হতে জানা যায়,ভারত হতে পাসপোর্টযাত্রী দের সাথে আসা অতিরিক্ত পণ্য কাস্টমস,পুলিশ ও বিজিবি ম্যানেজ করে শুল্ক ছাড়ায় ইমিগ্রেশান পারাপারকারী সিন্ডিকেটের ক্যাশিয়ার এই লিটন। কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের ল্যাগেজ প্রতি ঘুসের টাকা দীর্ঘ বৎসর ধরেই উত্তোলন করাই সকলে তাকে ডাকে গোয়েন্দা লিটন নামে।
এ বিষয়ে অভিযুক্ত লিটনের মুঠোফোনে কথা বললে তিনি যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,এখন আমি আর কাস্টমস শুল্ক গোয়েন্দাদের টাকা তুলিনা তারা এখন নিজেরাই যাত্রীদের কাছ থেকে নেই। আমি এখন চকলেট ও বিস্কুট বিক্রি করি।
গোয়েন্দা লিটন সম্পর্কে এলাকায় অধিকতর খোঁজ খবর নিয়ে জানা যায়,পুলেরহাট এলাকার তেঘড়ী গ্রামের লিটন বৈবাহিক সুত্রে বেনাপোল এলাকায় বসবাস করছে। প্রথম জীবনে বেনাপোল স্থল বন্দরের চোরাই পণ্য ক্রয়-বিক্রয় করলেও এখন তিনি ভারতীয় কসমেটিক্স পণ্যের চোরাচালানী ব্যবসা করছেন।
একাজে তার সহযোগী ফিরোজ বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের হয়ে যাত্রী ল্যাগেজ প্রতি ৫শত হতে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুস গ্রহণ করে থাকে। ঘুস প্রদানের সত্যতা নিশ্চিত করে ভারতীয় পাসপোর্ট যাত্রী রাকেশ ঘোস জানান,( পাসপোর্ট নং-২৭৫৯৪০৭২ ) ভারত সরকারের দেওয়া মাল্টিপল ভিসা নিয়ে প্রতিদিন আনুমানিক ৪শ ভারতীয় যাত্রী ল্যাগেজ সুবিধায় শাড়ী,থ্রীপিচ,কসমেটিক্স পণ্য,কম্বল,খাদ্য দ্রব্য,মদ,ভারতীয় ঔষধ ও মেডিকেল যন্ত্রাংশ মালামাল ভারত হতে এনে বাংলাদেশে বিক্রি করে।
একাজে তাদের আইন প্রয়োগকারী বাহিনী গুলোর হয়রানী এড়াতে ব্যাগ প্রতি চাহিদা মত টাকা ( কাস্টমস সুপার, শুল্ক গোয়েন্দা,বিজিবি ও ইমিগ্রেশান পুলিশ )গোয়েন্দা লিটনের লোক ফিরোজের কাছে জমা দিতে হয়। লিটনগং দের সিন্ডিকেটের ফাঁদে সরকার প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হলেও টনক নড়ছেনা সংশ্লিষ্ঠ উর্দ্ধতণ কর্তৃপক্ষের।