যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোলে জমি বিক্রয়ের উদ্দেশ্যে নেওয়া বায়নার ১৯ লাখ ৫৫ হাজার টাকা আত্নসাৎ চেষ্ঠায় জমি গ্রহীতা মোঃ রাকিব উদ্দিনের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ মিলেছে। ভূক্তভোগী রাকিব উদ্দিন দৈনিক প্রতিদিনের কাগজের শার্শা প্রতিনিধি ও ব্যবসায়ী।
মিথ্যা মামলায় অভিযুক্ত রাকিব উদ্দিন জানান,রবিউল ইসলাম মহামান্য আদালতে মিথ্যাচার করেছে এবং আমার কাছ হতে নেওয়া টাকা আত্নসাৎ চেষ্ঠায় পরিকল্পিত ভাবে আমার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। স্বাভাবিক ভাবে সে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলেও ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
অভিযোগের সত্যতা যাচায়ে এলাকায় ব্যাপক খোঁজ খবর নিয়ে জানা যায়, মামলার বাদী বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রবিউল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। বিগত ২৯ জুলাই ২০২৩ ইং তারিখে বেনাপোল পোর্টথানাধীন সিকড়ী বটতলা গ্রামে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার হয় ও বিজিবির দেওয়া মামলায় জেল খাটে। বেনাপোল পোর্ট থানার মামলা নং- ৪০/২৮১ ও তারিখ ২৯ জুলাই ২০২৩।
সে নিজেকে সি এন্ড এফ ব্যবসায়ী পরিচয় দিয়ে থাকলেও ছদ্মবেশে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা,ফেন্সিডিল ও হেরোইনের ব্যবসা পরিচালনা করে আসছে।
রবিউল ইসলাম গত ২৪ অক্টোবর ২০২৪ ইং তারিখে যশোরের বিজ্ঞ আদালতে হাজির হয়ে রাকিব উদ্দিনের নামে হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া জখমসহ প্রান নাশের হুমকি প্রদানের নালিশী আবেদন করেন ( সি আর ১৭৪/২৪)। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্ট আমলী আদালতের বিচারক মোঃ রহমত আলী নালিশী আবেদনটি আমলে নিয়ে অভিযোগে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এফ আই আর হিসাবে গ্রহণ করার জন্য বেনাপোল পোর্ট থানাকে নির্দেশ দেন।
বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক বেনাপোল পোর্ট থানায় ৫ নভেম্বর২০২৪ইং তারিখে রাকিব উদ্দিন,পিতা তবিবার রহমান,ইউপি সদস্য হাসান মাহমুদ প্রিন্স ( ১ নং ওয়ার্ড ) ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে নিয়মিত মামলা রুজু হয়,যাহার মামলা নং-০৪/৩৩৩।
মামলার এজহার সূত্রে জানা যায়,গত শুক্রবার ( ১১ অক্টোবর )সকালে ১ নং আসামী রাকিব উদ্দীনের সাথে ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে ৫৩ লাখ টাকা পাওনাদার বাদী রবিউল। আজ কাল টাকা দিবো বলে আসামী বাদীকে ঘুরাচ্ছিলো। নালিশী ঘটনার দিন রবিউল বেনাপোল থেকে ফেরার পথে আসামীরা নারায়নপুর বিশ্বাসবাড়ী ব্রিজের উপর ডাকিয়া নিয়া অজ্ঞাতনামা আরো ৫/৬ জন মিলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র বাশের লাঠি ও শাবর নিয়ে মারপিট করে গুরুতর জখম করে।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসা শেষে বাদী জানিতে পারে বাদীর ডান পায়ের জয়েন্ট ফাটিয়া গিয়েছে ও ২টি শিরা মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মামলার আসামী রাকিব উদ্দিনের দাবী মামলাটি ভিত্তিহীন ও মিথ্যা। বিষয়টি নিয়ে বেনাপোল ইউনিয়নের আন্তর্গত নারায়নপুর ও দূর্গাপুর গ্রামের মনির ,রফিকুল, শাহাবুদ্দীন বøু, ইব্রাহীমসহ একাধীক স্থানীয় গ্রামবাসির সহিত কথা বললে তারা জানান,নারয়নপুর ৪৭ নং মৌজায় রবিউলের বসত ভিটার ১৮৭ নং খতিয়ানের ( দাগনং- ২৩/২৪/ ২৫/ ২৬) ১৬ শতক জমি বিক্রয় করিতে চাইলে স্বাক্ষীদের উপস্থিতিতে দুইশত টাকার স্টামে জমি ক্রেতা রকিব উদ্দিনের কাছ হতে রবিউল ১৯ লাখ ৫৫ হাজার টাকা নগদ বায়না গ্রহণ পূর্বক সহি সম্পাদন করেন ও গত ৩০ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাকিবের নামে তিনি জমি রেজিস্ট্রি করিয়া দিবে বলে মত পোষণ করেন।
পরবর্তী সময়ে রবিউল নির্দিষ্ট তারিখে জমি রেজিস্ট্রি না করে তালবাহানা শুরু করেন।এ বিষয়ে ভূক্তভোগী রাকিবের সহিত ধুরুন্ধর রবিউলের বিবাদ চলছিলো বলো জানা গেছে। এলাকাবাসীর ধারনা এরই জেরে রকিব উদ্দিনের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্ঠা করা হচ্ছে।
রবিউল জমি বিক্রয়ের বায়নার টাকা আত্নসাৎ করার চেষ্ঠায় রাকিবের নামে মিথ্যা মামলা দিয়েছে বলে জানান ,বেনাপোল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রবিউলের দেওয়া মিথ্যা মামলার অন্যতম আসামী হাসান মাহমুদ প্রিন্স। রবিউল ও রাকিবের মধ্যে বিবাদমান লেনদেনের শালিস বিচার করায় আক্রোশবসত আমি মিথ্যা মামলার আসামী হয়েছি বলে তিনি আরো জানান।