বিশেষ প্রতিনিধি :: বগুড়ায় হারুন ফকির (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপচাঁচিয়া উপজেলার ধানক্ষেত থেকে উদ্ধার হলো ভ্যান চালকের লাশ। নিহত হারুন ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।
সোমবার ( ২৯ আগস্ট ) সকালে উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানেক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তার পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার ভ্যানটি ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা পূর্ব শত্রুতা অথবা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।