যশোর আজ সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭বর্পূষর্তিতে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭বর্পূষর্তিতে খাগড়াছড়িতে মতবিনিময় সভা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ঘরোয়াভাবে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা  সুমন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং সভায় সভা সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন জিরুনা ত্রিপুরা বলেন একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতির মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি সমাধান করা সম্ভব। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। এর বৈচিত্র্যময় সংস্কৃতি,ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।শান্তি ও স্থিতিশীলতা ছাড়া এই অঞ্চলের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। আমরা সবাই মিলে একসাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে পারি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব।

এ সভায় নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব )ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন ) মাহমুদা বেগম, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক,  পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম ( সুমন ),প্রফেসর আবদুল লতিফ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ্ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ