যশোর আজ বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পানছড়ির সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ১১, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ
পানছড়ির সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃ নির্মাণ বা মানসম্মত সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে জেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি খাগড়াছড়ি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি ব্যবহার প্রায় ৩ লক্ষাধিক মানুষ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে। ইউনিয়নসমূহ ও উপজেলাটি পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এসব এলাকায় যথাযথ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা

না থাকায় প্রতিনিয়তই হাজার হাজার মানুষকে জেলা সদরে আসতে হয়। শিক্ষার্থীরা প্রতিদিনের যাতায়াতে এ সড়কের বেহাল অবস্থার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। জরুরী রোগী পরিবহনের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।গর্ভবর্তী মায়েদের চিকিৎসা ও যাতায়াতে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হচ্ছে যা বলার অপেক্ষা রাখে না।

তারা আরও বলেন,রাস্তাটি এমন ভঙ্গুর দশা যে ২৫ কিলোমিটার পার হতে প্রতিনিয়তই ব্যাথা নাশক ঔষধ সেবন করতে হয়। তাছাড়া প্রতিনিয়তই এ সড়কে দূর্ঘটনা ঘটছে। দীর্ঘ সময়েও এই সড়কের সংস্কার-পূনঃনির্মাণ না হওয়াকে অত্র এলাকার প্রায় ৩ লক্ষ জনসাধারণ,তাদের প্রতি প্রশাসন ও সরকারের অবহেলা বা অবমূল্যায়ন হিসেবে বিবেচনা করছে এবং এই বিষয়কে কেন্দ্র করে

ব্যাপক অসন্তোষ ও জনরোষের সৃষ্টি হচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে অতিদ্রুত পূনঃনির্মাণ বা মানসম্মত সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা আরও বলেন, অতীত সময়ে আমরা ৩ লক্ষাধিক জনসাধারণ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হলেও আপনার নিকট যথাযথ পদক্ষেপ গ্রহণে রাস্তাটির মানসম্মত মেরামত করার মাধ্যমে মূল্যায়ন প্রত্যাশা করছি। আমাদের প্রানের দাবী রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান |

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি’র জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, অর্থ সম্পাদক রিপন সরকার,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ইউসুফ আদনান,শিক্ষক আশিকুর রহমান, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পানছড়ি কমিটির সভাপতি মনির হোসেন,রুমেল মারমাসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক পূনঃনির্মাণ বা দ্রুত মানসম্মত সংস্কারের দাবীতে পানছড়ি উপজেলা সর্বসাধারনের পক্ষে আল আমিন, আবুল কাসেম,মোঃ আশিকুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - সারাদেশ