পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশে এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ( ১৩ নভেম্বর ) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়,ঘটনাস্থল বাজাউর জেলার সিনিয়র পুলিশ অফিসার আব্দুল সামাদ খান বলেছেন, সকাল ১০টায় আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
একইসঙ্গে দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এক পৃথক বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। এখনো কোনো গোষ্ঠী এই দুই হামলার দায় স্বীকার করেনি।
Discussion about this post