স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার।
নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের অভিযানে সবুজ বিশ্বাস ( ২৮ )নামের একজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সবুজ কাশিয়ানি থানাধীন শংকরপাশা( রাতইল) গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।
রবিবার ( ১২ জানুয়ারি ) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভাস্হ ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়া সাকিনস্হ লতিফা বেগম ম্যানশন নামক ভবনের সামনে লোহাগড়া টু কালনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক হোসেন, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এএসআই (নিঃ) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ বিশ্বাসকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে নড়াইল ডিবি পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মোঃ পারভেজ জমাদ্দার ( ২৪ ) ও মোঃ মুরসালিম( ২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসালিম( ২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে।
রবিবার ( ১২ জানুয়ারি )নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।