যশোর আজ রবিবার , ২৮ জুলাই ২০২৪ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দুই পা বিহীন প্রতিবন্ধকতাকে জয় করে পরিবারের দুঃখ ঘুচাতে চান সোহেল চাকমা

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৮, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
দুই পা বিহীন প্রতিবন্ধকতাকে জয় করে পরিবারের দুঃখ ঘুচাতে চান সোহেল চাকমা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: দুই পা নেই,থাকার ঘর নেই, স্ত্রী-সন্তানকে নিয়ে চার সদস্যের অভাবী সংসার,কোন মতে স্ত্রীসহ দুই সন্তান( পরিবার )-কে নিয়ে ঠাঁই হয়েছে সৎ বাবার বাড়ির এক কোণায়। বলছিলাম খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রত্নসেন পাড়ার বাসিন্দা দুই পা বিহীন সোহেল চাকমার কথা।

তার নিজের কোন থাকার ঘর-বাড়ি নেই, জায়গা জমিও নেই। তাঁর বাবা মারা যায় ২০০১সালে। বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করে দ্বিতীয় স্বামীর সাথে রত্নসেন পাড়ায় সংসার পেতেছেন মা। মায়ের সাথেই দুই ভাইসহ থাকেন। তখন সে বাদে বাকি দুই ভাই প্রতিবন্ধী।

বাবা হারা এই ছেলেটি ২০১৮ সালে দীঘিনালার সাধকছড়া পাড়ার সূর্যপ্রভা চাকমা-কে বিয়ে করেন। পরে শ্বশুর বাড়ীতে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করেন। তবে সেখানেও দিনমজুর করে কোনমতে সংসার চালাতেন সে।

২০২২সালে বর্ষা মৌসুমে প্রতিদিনের ন্যায় কাজ শেষে বিকালে গাড়ীতে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায়  দুটি পা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন। এর পরে কয়েকমাস পর তাকে শ্বশুর বাড়িতে আর থাকতে দেয়া হয়নি। চলে যান তার মা ও সৎ বাবার বাড়িতে। সেখানে ঠাঁই হয় বাড়িতে। আয় রোজগার না থাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে শুরু করেন। এসব কষ্ট সহ্য করতে না পেরে তার স্ত্রীও তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যান।

পরে সে প্রতিজ্ঞা করে বসেন,যেমন করেই হোক, নিজে কিছু করবে। নিজেই কিছু করে প্রতিবন্ধকতাকে টেছনে ফেলে স্বাবলম্বী হবে। সবকিছুর উর্ধ্বে স্ত্রী-সন্তানের মুখে একদিন হাসি ফোটাবে। এই প্রতিজ্ঞা আর ইচ্ছাশক্তি নিয়েই তার পথ চলা শুরু।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সৎ বাবার বাড়ির একটি কোণায় দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে বাস করছেন।আমাদেরকে দেখা মাত্র তাদের চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, দিনে এক থেকে দুই বেলা খাবার কোনমতে জুটলেও প্রায়শই উপোস থাকতে হয়। যা বলা বাহুল্য। তবে বর্তমানে কয়েকজনের সহযোগিতায় মায়ের বাড়ির পাশেই ছোট্ট একটি চায়ের দোকান দিয়েছেন। সেটা দিয়ে তিনি কোনমতে জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোহেলের ব্যাপারে জানতে চাইলে প্রতিবেশী মানিকপুদি চাকমা জানান,সোহেল চাকমা আমার দূর সম্পর্কে ভাইপুত হয়,আমার প্রতিবেশীও। সে স্ত্রীসহ দুই সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে থাকে। তার দুই ভাইও প্রতিবন্ধী। তারা বর্তমানে মা ও সৎ বাবার সাথে বসবাস করছেন কষ্ট করে। তাদের পরিবারের অবস্থাও ভালো না। খুবই অসহায় জীবনযাপন করে আসছে।

সোহেল সুস্থ্য থাকাকালীন যেভাবে কাজ-কর্ম করে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনায় দুই পা হারানোর পর আর কাজ করতে পারেনি। তখন থেকে তার পরিবার মানবেতর জীবন শুরু হয়। দিনদিন আরও বেশি অসহায় হয়ে পড়ে। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি রয়েছে তার।সে প্রতিবন্ধী হয়ে পরিবারের বোঝা হয়ে থাকতে চাই না। সে যেকোন মূল্যে হলেও আত্মকর্মসংস্থান করে জীবিকা নির্বাহ করতে চাই।

সেজন্য সবার সম্মিলিত সহযোগিতায় ছোট্ট একটি চায়ের দোকান উদ্বোধন করা হয়েছে। আমরাও গরীব মানুষ তেমন সহযোগিতা করতে পারিনাই। কিন্তু অদম্য শক্তির কারণে সকল প্রতিবন্ধকতা কিছুটা হলেও দূর হবে এই দোকানের মধ্যদিয়ে। তার জন্য সবার সহযোগিতা করেন তিনি।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন,সাধারণত আমরা দেখি যে, আমাদের সমাজে যারা সুবর্ণ নাগরিক।একজন মানুষের জীবনে নানাভাবে দুর্ঘটনার কারণে হোক,শারিরীক কারণে হোক,চাহিদার কারণে হোক ,ঈশ্বরিক কারণে হোক এবং নানা কারণে নানাভাবে আমাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। এটা একটা জীবনের অংশ। এই জীবনের সবচেয়ে বিপন্নতম জীবনের অংশ হচ্ছে সোহেল চাকমা।

তার জীবনকে সে নতুন করে লড়াইয়ে পথে নিয়ে যাচ্ছে। আমরা যারা সক্ষম মানুষেরাই অনেক করার সাহস করিনা। লেখাপড়া করার পর আমরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরি। সেই জায়গায় সোহেল প্রত্যন্ত জনপদ,পানছড়ির সীমান্তবর্তী এলাকায় একনঅনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তার দুই পা নাই। পা না থাকা সত্যেও সক্ষম মানুষের চেয়েও বড় সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে। সে নিজেই সংগ্রাম ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দোকান দিতে সক্ষম হয়েছে।সমাজের বিত্তমান মানুষেরা তাদের সাধ্যমতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ ব্যাপারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা বলেন,সোহেল চাকমা একজন চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং সে নিজেকে বোঝা না ভেবে নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়া র অদম্য চেষ্টা করে যাচ্ছে। আমি সোহেলের বিষয়ে সবার সুদৃষ্টি কামনা করছি। তার ঘরবাড়ি নেই,সরকারিভাবে যেনো একটা ঘর বরাদ্ধ দেয়া হয়। সে ব্যাপারে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

স্বপ্ন প্রতিবন্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা কিশোর চাকমা বলেন,কয়েকমাস আগে সোহেল চাকমা’র বিষয়ে সেখানকার একজন লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। পরে সেটা দেখার পর আমি তাকে নিয়ে সহযোগিতার লেখালেখি করি এবং সকলের সহযোগিতা কামনা করি। আমার আশ্রমে নিয়ে এসে কয়েকদিন থাকতে দিয়েছিলাম। অসহায় অবস্থায় সংসার ও স্ত্রী-সন্তানের বরণ পোষণ দিতে পারায় স্ত্রী সূর্য্যপ্রভাও অভিমান করে তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। পরে স্ত্রী সন্তানকে নিয়ে সংসার পুনরায় সংসার করার পণ করেন সে(সোহেল চাকমা )। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মকর্মসংস্থানের জন্য অর্থ সংগ্রহ শুরু করি। সংগ্রহীত অর্থ দিয়ে নূন্যতম হলেও ছোটখাটো দোকান দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা করেছি।

পানছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামসুল আলম বলেন,সোহেল চাকমা প্রতিবন্ধকতাকে জয় করে স্ব-উদ্যোগে এই অবস্থায় এসেছে। আমরা প্রতিবন্ধীদের জন্য যতগুলো সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো দেয়ার চেষ্টা করবো। আমাদের এককাৰীন অনুদান ও বিশেষ অনুদান আসলে,সহযোগিতার দেয়ার আশ্বাস দেন।

জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন,সোহেল চাকমা প্রতিবন্ধীতাকে জয় করে সমাজকে দেখিয়ে দিয়েছেন যে প্রতিবন্ধীরা একটু যদি সহযোগিতা পায়,তাহলে তারা সমাজে বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নই,তারা আমাদেরই সম্পদ,সমাজেরই সম্পদ।

তারা একেবারে পশ্চাৎপদ এরিয়াতেও দেখিয়ে দিতে পারে, প্রতিবন্ধীরাও অন্যান্য স্বাভাবিক মানুষের মতই তারাও সমাজ ও দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। এরই একটি উদাহরণ সোহেল চাকমা। তিনিও সোহেলের পাশে সাধ্যমতো থাকার আশ্বাস দেন।

সর্বশেষ - ফিচার