ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক। সোমবার (২৬ আগস্ট) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নিয়াজ আহমেদ খান গনমাধ্যমকর্মীদের জানান,এখনও প্রজ্ঞাপন হয়নি। আমরা একটু অপেক্ষা করি। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে তার আলাপ হয়েছে।তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ( শিক্ষা ) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন,আমিও বেশ কিছু জায়গা থেকে এই খবর শুনলাম। বিষয় সত্যি মনে হচ্ছে, এতোগুলো লোক তো আর মিথ্যা বলতে পারে না।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ( আইইউবি ) সহউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।