যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দাশাখা ( ডিবি )পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হান্নান ( ২৮ )নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার হয়েছে। সে যশোর জেলার শার্শাথানাধীন দক্ষিন বুরুজবাগান গ্রামের শওকত আলীর ছেলে।
শুক্রবার (২৯ অক্টোবর ) রাতে যশোর নিউমার্কেট এলাকা হতে মাদকদ্রব্যসহ ডিবি সদস্যরা তাকে আটক করে।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ ইদ্রিসুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় যশোর কতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একে ট্রাভেলস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে হান্নাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ হতে ১০০ বোতল ফেন্সিডিলউদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার জানান,গ্রেফতারকৃত হান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বেও তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এস আই ইদ্রিসুর রহমান নিজে বাদী হয়ে কতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।