সিনিয়র রিপোর্টার :: টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার ( ৩০ জুলাই ) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে রোববার পর্যন্ত জেলায় ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৯২ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৮৪ জন। ১জন মারা গেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃমোঃ মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় ১০ জন, টাঙ্গাইল সদর উপজেলায় নয় জন, মধুপুরে পাঁচ জন, নাগরপুরে তিন জন রয়েছেন।
Discussion about this post