বেনাপোল প্রতিনিধি :: আধুনিক ইসলামিক ব্যাংকিং সেবার ব্রত নিয়ে বাংলাদেশের বৃহৎস্থল বন্দর যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী বাংকের ১০৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষ্যে বৃহষ্পতিবার ( ১১ জুলাই ) সকালে বেনাপোল বাজারস্থ টি এম বিল্ডিংএ ( ২য় তলায় )ব্যাংকের ভিতর জাকজমক পূর্ন পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ, বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দীন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আলমগীর হোসেন। এরপর ফিতা কেটে বেনাপোল শাখার শুভউদ্বোধন ঘোষণা করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এসময় গ্লোবাল ইসলামী ব্যাংকের খুলনা,যশোর ও সাতক্ষীরার ব্যাবস্থাপক,বেনাপোলের গণ্যমান্য ব্যাক্তিবর্গ,বেনাপোল শাখার নতুন গ্রাহকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।