যশোর আজ বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গড়বো যুব কল্যাণ সংস্থার জাতীয় যুব দিবস পালন

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৭, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ
গড়বো যুব কল্যাণ সংস্থার জাতীয় যুব দিবস পালন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: জাতীয় যুব দিবস উপলক্ষে ‘গড়বো যুব কল্যাণ সংস্থা’চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। শিশু আঁকিয়েদের ক্যানভাস জুড়ে বাংলাদেশ। কাঠ পেন্সিল, মোম রঙ ও আর্ট পেপারে ডুবে আছে একদল শিক্ষার্থী।

রঙরেখায় কাগজুড়ে তাদের কেউ কেউ আঁকছে ছোট ছোট ঢেউ তুলে বয়ে চলা নদী। নদীতে নৌকা বেয়ে চলা মাঝি ও কূলের প্রাকৃতিক সৌন্দর্যও ফুটে উঠেছে এসব শিশু আঁকিয়েদের ক্যানভাস জুড়ে।গ্রামীণ এসব দৃশ্যচিত্র ছাড়াও গোটা বাংলাদেশ যেন ছবি হয়ে ধরা দেয় তাদের আঁকা আঁকিতে।

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রেলগেট পুরাতন বাসস্ট্যান্ডে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন দৃশ্য মুগ্ধতা ছড়ায়। প্রতিযোগিতায় শেষে ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

গড়বো যুব কল্যাণ সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপ পরিচালক আসলাম হোসেন ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা নির্মল কুমার হাজরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য সাংবাদিক সালমান হাসান রাজিব।

সর্বশেষ - ফিচার