খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন,বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ স্কিমের আওতায় গ্রাফিক্স ডিজাইন,অডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ১১জুন ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ( অপু )।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) টিটন খীসা,নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান,প্রফেসর রনজ্যোতি চাকমা প্রমূখ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভা সঞ্চালনায় ছিলের জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।
তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ স্কিমের আওতায় গ্রাফিক্স ডিজাইন, অডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্সটি ৮মাসব্যাপি চলবে।