যশোর আজ বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে ব্যাপক সাড়া ফেলেছে বিদ্যানন্দের এক টাকায় ১৯টি পণ্যের বাজার

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ব্যাপক সাড়া ফেলেছে বিদ্যানন্দের এক টাকায় ১৯টি পণ্যের বাজার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে “এক টাকায় বাজার” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ০৪সেপ্টেম্বর ) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে দিনব্যাপী ভিন্নধর্মী এই বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

সরেজজমিনে গিয়ে দেখা যায়,এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায় চাল ডাল,আটা, তেল,ডিম,মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে ৭টি পণ্য ক্রেতাদের পছন্দমতো বাছাই করে নিতে পারছেন যার বাজার মূল্য প্রায় ৮০০-১০০০ টাকা। ২ডজন ডিম যেমন ১টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি ১টি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ১টাকায় খাগড়াছড়ি,দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোট ৫০০ পরিবার এই সুবিধা পাচ্ছেন। এর আগে জেলার ৪উপজেলায় প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করে। বাছাইয়ের ক্ষেত্রে নারী,দিনমজুর,কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

এছাড়াও অস্বচ্ছল ১০পরিবারের মধ্য থেকে ২টি পরিবারের মাঝে ২টি গরু,২টি পরিবারের জন্য পুনর্বাসন হিসেবে ২টি বাড়ি, ৩টি পরিবারের মাঝে ৩টি সেলাই মেশিন ও ৩টি পরিবারের মাঝে দোকান পরিচালনার জন্য দোকানের মালামাল বিতরণ করা হয়।

নতুন গরু পেয়ে খাগড়াছড়ি সদরে ভূয়াপুর বারেক টিলা থেকে সুফিয়া বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি পঙ্গু মানুষ। বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে গরু পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি এই গরু লালন পালন করে বড় করে আমার পরিবারের আর্থিক অস্বচ্ছলতা দূর করতে পারবো। আমি এবং আমার পরিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিকট চির কৃতজ্ঞ থাকবো।

নতুন ঘর পেয়ে শান্তিনগর এলাকা থেকে আরতী বাৱা নাথ বলেন,বন্যায় আমার ঘর সম্পূর্ণ তলিয়ে নিয়ে গেছে। ঘর হারিয়ে আমি খুব অসহায় হয়ে পড়ি। আমাকে নতুন ঘর তৈরি করে দেয়ায় উদ্যোগ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পানছড়ি থেকে আসা লাকি ত্রিপুরা বলেন” বন্যায় ঘরবাড়ি সব ঢুবে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়ি। বাচ্চাকে পছন্দের মুরগীর মাংস দিয়ে ভাত খাওয়াতে পারিনি ম্যালা দিন। আজ এ বাজার থেকে ১ টাকায় মুরগী কিনে বাচ্চাকে মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবো। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই রকম বাজার ভবিষ্যতে আরও আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক নেউ মগিনি বলেন, মূলত দরিদ্র অসহায় মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই এই বাজারের আয়োজন করেছেন। এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন “দেশের যেকোন দুর্যোগে প্রতিবেশির পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। খাগড়াছড়িতে ২১ আগস্ট থেকে আজ অবধি স্বেচ্ছাসেবকরা ত্রান কাজ করে যাচ্ছে। পাশপাশি অতি ক্ষতিগ্রস্থ

পরিবারগুলোকে পুনর্বাসন করে যাচ্ছে বিদ্যানন্দ”।সুবিধাবঞ্চিত মানুষদের পছন্দমতো নামমাত্র মূল্যে বাজার করার এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে পরিবারের কর্তা ব্যক্তি তার পছন্দের বাজার নিয়ে হাসিমুখে বাড়িতে ফিরে যেতে পারে ।এতে একদিনের জন্য হলেও তারা নিজেদের সুখী ভাবতে পারবে।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, খাগড়াছড়ি জোন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ” এক টাকায় বাজার” ও ১০টি অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এটা অত্যন্ত প্রশংসার যোগ্য ও মহতি উদ্যোগ।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী,সামরিক ও বে-সামরিক বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ খাগড়াছড়িতে এক টাকায় বাজারে ১৯টি পণ্যের মধ্য থেকে ১টাকায় যেকোন ৭টি পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছে।

এটি বাজার মূল্য প্রায় ৮’শ থেকে ১হাজার টাকা। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সমাজে যারা স্বল্প আয়ের মানুষ, যারা বাজার থেকে উচ্চ মূল্যে পণ্য কিনতে পারেনা,তাদেরকে সহযোগিতা করা। এটা অত্যন্ত ভালো কাজ। এই অনুষ্ঠানে থাকতে উপস্থিত থাকতে পেরে আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটে কর্নেল আবুল হাসনাত জুয়েল, রিজিয়নের জিএসও-২ ( আই ) মেজর জাবির সোবহান মিয়াদ,জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবক মোবারক হোসেন,সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্বেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ