যশোর আজ মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে গুইসাপ উদ্ধার ও অবমুক্ত করন

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৩০, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
খাগড়াছড়িতে গুইসাপ উদ্ধার ও অবমুক্ত করন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে বিক্রি করার জন্য নিয়ে আসা প্রায় ২০ কেজি ওজনের একটি গুইসাপ উদ্ধার পূর্বক অবমুক্ত করা হয়েছে।

সোমবার ( ২৯জুলাই ) বিকালে খাগড়াছড়িতে বিক্রি করতে নিয়ে আসেন দীঘিনালার মেরুং ইউনিয়নের এক দিন মজুরি। পরে কোর্ট বিল্ডিং এলাকা থেকে স্থানীয়রা সেটি  উদ্ধার করে বনবিভাগের হস্তান্তর করা হয়। একই দিন বিকাল সাড়ে ৫টায় আলুটিলায় জঙ্গলে রেঞ্জ-বন ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া ও সহকারী বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা গুইসাপটিকে অবমুক্ত করে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া বলেন, বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু মানুষের প্রয়োজনে গুইসাপকে হত্যা করা হচ্ছে। সোনালি প্রজাতির গুইসাপের অস্তিত্ব বিপন্ন। কালো প্রজাতি মানুষ

ও প্রকৃতির সাথে যুদ্ধ করে কোনরকমে টিকে রয়েছে। এদের রক্ষা করা না গেলে পরিবেশের ক্ষতি হবে। এই প্রাণীটিকে গুইসাপ বলা হলেও, এটি গিরগিটি প্রজাতির প্রাণী।

জানা যায়,বিলুপ্ত প্রায় প্রজাতির গুইসাপ। বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ হিসেবে না বুঝে এটিকে নির্বিচারে হত্যা করা হয়।

আবার গুইসাপ মেরে টাকার লোভে চামড়া বিক্রি করা এবং অনেকে এটির মাংস খাওয়ার ফলেও বিলুপ্ত হয়ে গেছে। কালচে গুইসাপ সাধারণত ৭ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর ওজন ৮ থেকে ১৫কেজি হয়ে থাকে এবং তার চেয়ে বেশি হতে পারে।

সর্বশেষ - সারাদেশ