খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: শোকাবহ আগস্ট উপলক্ষে খাগড়াছড়িতে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার ( ০১আগস্ট ) দুপুরে জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে পার্বত্য চ্ট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপিরা,এমপি’র নেতৃত্বে এ শোক মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ে এসে সমাপ্ত হওয়ার পরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পোরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলমসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।