রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে তালের পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখি ও তার অপরূপ সৌন্দর্যের বাসা। এক সময়ে প্রকৃতি ধাবরিয়ে বেড়ানো এ পাখি গুলো আজ কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে।
গ্রাম বাংলার ঐতিহ্য তালগাছ যেমন এখন আর দেখা যায় না, তেমনি দেখা মেলে না ছড়ার নায়ক বাবুই পাখিও। মানুষকে মানবিকভাবে জাগ্রত করার জন্য কবি রজনীকান্ত সেন তাঁর ‘স্বাধীনতার সুখ’ কবিতাটি রচনা করেন। বাবুই পাখি সত্যিকার অর্থে শিল্পী পাখি।
কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠের ধারে, পুকুর কিংবা সড়কের পাশে একপায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে আপন ঘর নির্মাণে ব্যস্ত শিল্পমনা বাবুই পাখির কিচিরমিচির শব্দ। এখন এসব দৃশ্য শুধুই কল্পনার বিষয়। পরিবেশ বিপর্যয়ের কারণে বাবুই পাখির বাসা অনেকটা বিলীন হতে চলেছে। অথচ এখন থেকে প্রায় ১৫- ২০ বছর আগেও গ্রাম-গঞ্জের মাঠ-ঘাটের তাল গাছে দেখা যেত এদের বাসা।
সোমবার সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, কেশবপুর-পাঁজিয়া সড়কের পুলিশ ফাঁড়ি এলাকায় দু’টি তালগাছে শৈল্পিক দক্ষতায় বাসা বেঁধেছে বাবুই পাখি। সেই সঙ্গে পাখির কিচিরমিচির শব্দে জুড়িয়ে যায় মন। এ সড়কে চলা পথচারীরা জানান বহু বছর ধরে বাবুই পাখি এখানে বাসা বাঁধে। অপেক্ষাকৃত নিরাপদ মনে হওয়ায় তারা এখানে বাসা বাঁধে বলে মনে করেন পথচারীরা। এ সড়ক দিয়ে চলা পথচারীরা বাবুই পাখির বাসা দেখে মুগ্ধ হন। সবাই চান এই গাছের পাখিরা যেন নিরাপদে থাকে।
একসময় বিভিন্ন প্রজাতির বাবুই পাখি দেখা যেত। এরমধ্যে অনেক বাবুই এখন বিলুপ্তির পথে। টিকে আছে কিছু দেশি বাবুই। বাসা তৈরির জন্য বাবুই পাখির পছন্দের তাল, নারিকেল, সুপারি ও খেজুর গাছ কমতে থাকায় আবাসস্থল সংকট দেখা দিয়েছে। এছাড়াও কৃষিকাজে কীটনাশক ব্যবহার করায় দিন দিন হারিয়ে যাচ্ছে এ পাখি। তালগাছ আর বাবুই পাখির বাসা এ যেন একই বৃন্তে দুটি ফুল। একটিকে বাদ দিয়ে অপরটিকে নিয়ে ভাবা যায় না। শুধু তালগাছকে নিয়ে ভাবলে, বাবুই পাখির বাসা এমনিতেই যেন চোখে ভেসে আসে।
পথচারী জালাল উদ্দীনের পাঁচ বছরের মেয়ে সাবিনা ইয়াসমিন এ পাখির বাসা দেখে মুগ্ধ হয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সাবিনার আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে ইজিবাইকের ড্রাইভার রাস্তার পাশে ইজিবাইক সাইট করে দাঁড়িয়ে দেখাতেছেন বাবুই পাখির বাসা। বাবুইপাখির কিচিরমিচির শব্দে সাবিনা হাত-পা নাচিয়ে আনন্দ-উল্লাস করছে।
পাঁজিয়া সড়ক দিয়ে চলা বাবুল, হারুন, রাকিবুল সহ কয়েকজন পথচারী জানান,কিছু মানুষ বুঝে না বুঝে তাদের শিকার করে। তালগাছ ও নারিকেল গাছের সংখ্যা কমে যাচ্ছে। যে কারণে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। বৃক্ষ নিধন ও নির্বিচারে পাখি শিকারের কারণে বাবুই পাখির বাসা এখন খুব একটা দেখা যায় না। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পাখি নিধন বন্ধ করার পাশাপাশি পাখিদের অভয়ারণ্য সৃষ্টি করতে হবে।