যশোর আজ বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে অসুস্থ গরু জবাইয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
কেশবপুরে অসুস্থ গরু জবাইয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন :: যশোরের কেশবপুরে অসুস্থ রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে হাফিজুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুড়িহাটি গ্রামের এরশাদ মোড়লের ছেলে হাফিজুর রহমান গরুর ব্যবসা পরিচালনা করে আসছে। সে এক কৃষকের কাছ থেকে একটি অসুস্থ রোগাক্রান্ত গরু মাত্র ৫’হাজার টাকায় ক্রয় করে জবাই করে বাজারে নিয়ে বিক্রির চেষ্টা করে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরু ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০’হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করেছেন। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কেশবপুর থানা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ বলেন,পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ২২ ধারা মোতাবেক রোগাক্রান্ত গরু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে ১০’হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ