কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার ইলিশায় ৪০ কেজি গাঁজা সহ শাহেআলী ওরফে শাহেল ( ৪০ ) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব)।
বুধবার ( ৩০ মার্চ ) র্যাব-৮’র ভোলা অস্থায়ী কার্যালয় থেকে এক প্রেসনোটের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার হওয়া শাহেআলী ওরফে শাহেল কুমিল্লা জেলার দক্ষিণ সোয়াগাজী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
র্যাব জানায়, সিপিএসসি ভোলা ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল ২৯ মার্চ রাত পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরীঘাটে একটি প্রাইভেটকার তল্লাসী করে ৪০ কেজি গাঁজা সহ শাহেআলী ওরফে শাহেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসির ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মাকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।