সর্বশেষ খবরঃ

সরকারের পতন ছাড়া তিন জোটের নেতারা ঘরে ফিরবেন না

সরকারের পতন ছাড়া তিন জোটের নেতারা ঘরে ফিরবেন না
সরকারের পতন ছাড়া তিন জোটের নেতারা ঘরে ফিরবেন না

সরকারের পতন ছাড়া বিরোধী রাজনৈতিক দলের নেতারা ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত তিন জোটের নেতারা। তারা মনে করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু হওয়ার নয়।

মঙ্গলবার ( ১৮ জুলাই ) সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম যুগপৎ কর্মসূচিতে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরাম-পিপলস পার্টির নেতারা এসব কথা বলেন।

কাকরাইলে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শুরু করে ১২ দলীয় জোট। পদযাত্রাটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ( একাংশের ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন,বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ভাইস চেয়ারম্যান সৈয়দ রওনক ইব্রাহিম ও চাষী এনামুল হক, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুব মহাসচিব আব্দুল মালিক চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের ( বিএমএল ) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

মঙ্গলবার ( ১৮ জুলাই ) দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশে সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এই সরকারের অধীনে কখনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এছাড়া ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই জনগণ এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন হতে দেবে না।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, এনপিপির নবী চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয়তাবাদী সমমনা জোট।

আরো খবর

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে