যশোর আজ মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সভাপতি’র পদ আঁকড়ে ৭দোকান ঘর দখলসহ মুকুল হাতিয়েছেন লাখ লাখ টাকা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
সভাপতি’র পদ আঁকড়ে ৭দোকান ঘর দখলসহ মুকুল হাতিয়েছেন লাখ লাখ টাকা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বেনাপোল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুলের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনাকালীন সময়ে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ মিলেছে। দলীয় ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠান সভাপতি হওয়ার সুবাধে শিক্ষক নিয়োগ বানিজ্য ও প্রতিষ্ঠানের জায়গায় নির্মিত ৭টি দোকান ঘর বেআইনী ভাবে দখল করার মত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবির তুহিন প্রতিনিধিকে জানান,বিদ্যালয়ের সাবেক সভাপতি তার একক ক্ষমতা বলে সাধারণ শিক্ষকদের সাথে কোন রুপ আলোচনা ছাড়াই দোকান ঘর নির্মান করে নিজে দখলে রেখেছেন।বিষয়টি আমরা সাবেক এমপি মহোদয়কে জানিয়েছি।

এছাড়াও সভাপতি মুকুলের স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বানিজ্যের বলি হয়েছেন দীর্ঘ বৎসর ধরে বিদ্যালয়টিতে মাস্টাররুলে চাকরীরত ৪জন শিক্ষক। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি গাঁ ঢাকা দিলে তার অনিয়মের যাতা কলে পিষ্ঠ ভূক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনিতীকরণ করে তিনি শিক্ষার পরিবেশ নষ্ঠ করেছেন। অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিয়ে তিনি মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যত ক্ষতি সাধন করেছেন বলে জানিয়েছেন একাধিক অভিভাবকবৃন্দ।

অনিয়ম-দূর্নীতির তথ্য অনুসন্ধান কালে দেখা যায়, প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হওয়ার সুবাধে তার ৫বছরের অধিক সভাপতির মেয়াদ কালীন সময়ে ১৫লাখ টাকায় ১জন সহকারী প্রধান শিক্ষক, ৮লাখ টাকায় ১জন কমপিউটার শিক্ষক,৮ লাখ টাকায় ১জন ল্যাব অপারেটর ও ৫লাখ টাকার অর্থবানিজ্যে ১জন আয়া নিয়োগ দিয়েছেন।

হাইস্কুল মার্কেটের দোকান মালিক আব্দুস ছাত্তার ও সালাম অভিযোগ জানিয়ে বলেন ১৯৭৮ সাল হতে বিদ্যালয়ের ঘোষণা মোতাবেক এককালীন টাকা জমা দিয়ে দোকান ঘরের পজিসন ক্রয় করে মাসিক ভাড়া প্রদান সাপেক্ষে আমরা ব্যবসা পরিচালানা করে আসছি। সাম্প্রতি সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দোকান ঘর পূনঃনির্মান বাবদ ঘরপ্রতি ২লাখ টাকা করে গ্রহণ করেন। আমাদের ক্রয় কৃত দোকান ঘরের পজিসন এর মাফ ১১ফুট ও ১৫ ফুট থাকলেও জোর পূর্বক দোকানের দৈর্ঘ প্রস্থ কমিয়ে এনে ৪টি দোকান ঘর বাড়িয়ে তা সভাপতি নিজেই প্রভাব খাটিয়ে ভোগ দখল করছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন আবারো প্রতি দোকান ঘর বাবদ ১ লাখ টাকা করে দাবী করে জমা দিতে বলছে যা সম্পূর্ন দোকান ঘর বরাদ্দের সময় লেখা চুক্তিনামা বর্হিভূত। এমনকি আমাদের দোকানের উপর তলার পজিসন আমাদের সাথে আলোচনা ব্যাতিত অন্যত্র বরাদ্দ দেওয়ার জন্য সাইবোর্ড দিয়েছে। বিষযটি নিয়ে আমরা বহুবছর আগ হতে প্রতিবাদ জানিয়েছি এমনকি আদালতের শরাণাপন্নও হয়েছি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় হতে অপসারণ হওয়া শিক্ষকরা ( আব্দুল হাই, মফিজুর,আসাদ ও আশরাফুল ) জানান, অধিকতর নিয়োগ বানিজ্য করতে তুহিন ও মুকুল যোগসাজে একতরফা সিদ্ধান্ত নিয়ে বিগত ৫/৬ মাস আগে আমাদের চাকরি হতে অপসারণ করেন। বৈষম্যের স্বীকার ভূক্তভোগী শিক্ষকরা বলেন,আমাদের সাথে করা অবিচারের প্রতিবাদ জানিয়েও দলীয় প্রভাবের কাছে আমরা নত স্বীকার করে বর্তমানে মানবেতর জীবন যাপন করছি।

অভিযোগ বিষয়ে সাবেক সভাপতি এনামুল হক মুকুল মুঠোফোনে জানান,নিয়োগ বানিজ্যের বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম বলতে পারতেন আমি কোন টাকা নেইনী। আয়া পদের নিয়োগে ৫লাখ টাকা নেওয়ার কথা তিনিও শুনেছেন বলে স্বীকার করেন।বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভায় রেজুলেশন করে তিনি প্রতিষ্ঠানের ঘর নিয়েছেন। জোরপূর্বক নয়। দোকান ঘর বাবদ কত টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দিয়েছেন জানতে চাইলে? তিনি টাকার অঙ্ক বলতে পারেননী। বিষয়টি নিয়ে  ক্লার্ক রাইহানের সাথে যোগা যোগ করতে বলেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবির তুহিন জানান,বিদ্যালয়ের পশ্চিম পাশের ২৬টি ঘর নির্মানের জন্য তিনি ৫২ লাখ টাকা খরচের বিল ভাউচার প্রতিষ্ঠানে জমা দিয়েছেন।দোকান মালিকদের কাছ হতে টাকা গ্রহণ ও দোকান বরাদ্দের বোর্ড ঝুলানো এমন কি পুনরায় দোকান মালিকদের কাছে মৌখিক ১ লাখ টাকা করে চাওয়া সবই সভাপতির একক সিদ্ধান্তে হয়েছে। একাজে তিনি বিদ্যালয় শিক্ষকদের সম্পৃক্ত করেননি।

ভূক্তভোগী শিক্ষক, বিদ্যালয়ের পজিসন ক্রয়করা ক্ষতিগ্রস্থ( ব্যবসায়ী )দোকান মালিক ও এলাকার সূধী মহলের দাবী অনতিবিলম্বে বেনাপোল হাইস্কুলের অনিয়ম-দূর্নীতি কর্মকান্ড খতিয়ে দেখে তা সুষ্ঠ সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরী করা।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন ও অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্বকালে শিক্ষা মন্ত্রাণালয়ের এক আদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্ত হওয়ায় বর্তমান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সর্বশেষ - সারাদেশ