এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলাপ্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী ও বাইনতলা গ্রামের দীর্ঘ বছর ধরে দখলদারদের দখলে থাকা খাল দুটি উদ্মুক্ত করে দিলেন – শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
সোমবার ( ০৮ ই জুলাই ) বেলা ১১ টায় হরিনাগাড়ী খাল ও বেলা ১ টায় বাইনতলা খাল উন্মুক্ত করা হয়। দখলকৃত খাল উন্মুক্ত অভিযানে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল্লাহ আল রিফাত
এসময় আরো উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, নূরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজীত কুমার মন্ডল প্রমুখ।
খাল দুটি দখল মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা চেয়ারম্যান ও সহকারী কমিশনার ভূমিকে ধন্যবাদ জানান।