আল আমিন :: যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ১টি পিস্তল,১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ মোঃ জহুরুল বিশ্বাস ( ৩০) নামের এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত জাহান আলী বিশ্বাসের ছেলে।
রবিবার ( ১৬ অক্টোবর ) রাতে খুলনা ২১বিজিবি ব্যটালিয়ন সদস্যরা তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি চৌকস দল পুটখালী গ্রামের কামারবাড়ী মোড় এলাকায় অভিযান চালালে দৌড়ে পালানোর সময় ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে তার দেহ তল্লাশী চালিয়ে কোমরের রুঙ্গির পিছন হতে অস্ত্র,গুলি উদ্ধার পূর্বক আটক করে।
২১বিজিবি ব্যাটালিয়নের এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।