যশোর আজ শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে বিজিবির অভিযানে সাপের বিষ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৬, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
যশোরে বিজিবির অভিযানে সাপের বিষ ও মাদকদ্রব্য উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

হাসানুজ্জামান :: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১কেজি২০০গ্রাম কোকেন ২২২ বোতল ফেন্সিডিল ও ২৭০ মিঃলিঃ সাপের বিষ উদ্ধার হয়েছে।

বৃহষ্পতিবার( ৫ ডিসেম্বর ) বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা মাদ্রকদ্রব্য ও সাপের বিষ উদ্ধার করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনী বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি চৌকস দল বেনাপোল রেল স্টেশনের উত্তর পাশ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত একটি ব্যাগ তল্লাশীকালে ১কেজি২০০গ্রাম কোকেন উদ্ধার করে।

অপর এক অভিযানে ভবেরবেড় গ্রামের পোস্ট অফিসের পূর্ব পাশে অভিযান চালালে রাস্তার উপর পরিত্যাক্ত আবস্থায় আরো ১টি ব্যাগ হতে ১৭লাখ৫৫হাজার টাকা মূল্যের২৭০মিঃলিঃ সাপের বিষ উদ্ধার পূর্বক জব্দ করে।

একই দিনেশাহজাদপুর সীমান্তে কাবিলপুর গ্রামের বাঁশ বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় মালিকিবিহীন অবস্থায় ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

উল্লেখিত জব্দকৃত মাদকদ্রব্য ও সাপের বিষের  সিজার মূল্য ৭৮লাখ উনচল্লিশ হাজার আটশত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হবে বলে আরো জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ