যশোর আজ শনিবার , ২০ নভেম্বর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মেয়র জাহাঙ্গীর দল থেকে আজীবন বহিষ্কার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২০, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ
মেয়র জাহাঙ্গীর দল থেকে আজীবন বহিষ্কার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির দায়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি তাকে মেয়র পদ থেকে সরানোর দাবিও উঠেছে।

শুক্রবার ( ১৯ নভেম্বর ) আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় এই নির্দেশ দেন দলীয় প্রধান শেখ হাসিনা।

গণভবনে বিকাল ৪টায় শুরু হয়ে এ সভা চলে রাত সোয়া ৯টা পর্যন্ত। বৈঠকের প্রায় ৩৫ জন নেতাই জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিয়ে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

সভায় ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদতদাতা ও বিদ্রোহীদের তালিকা করতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য জানিয়ে বলেন, দলীয় সভাপতি জানিয়ে দিয়েছেন অপরাধের গুরুত্ব বিবেচনা করে সাংগঠনিক শাস্তি নিশ্চিত করা হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীরের বিষয়টি উত্থাপন করলে শুরুতেই বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, জাহাঙ্গীরকে কী ভাষায় শোকজ দেওয়া হয়েছে এবং উত্তর কী এসেছে আমরা জানতে চাই। পরে ওবায়দুল কাদের তা পড়ে শোনান।

এরপর নাছিম বলেন, ‘জাহাঙ্গীর অমার্জনীয় অপরাধ করেছে। এই কুলাঙ্গারের আওয়ামী লীগ করার অধিকার নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘জাহাঙ্গীর তার অপরাধের কথা স্বীকার করেনি। তার বক্তব্য জাতির অস্তিত্বে আঘাত হেনেছে। এটা রাষ্ট্রদ্রোহ। তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

অপর যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘জাহাঙ্গীর আমাদের অস্তিত্বে আঘাত হেনেছে। এখানে বিএনপি-জামাতও আঘাত করার সাহস দেখায়নি। তার আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’ জাহাঙ্গীরের সর্বোচ্চ শাস্তি চান যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে বিএনপি-জামাত যে সুরে কথা বলে জাহাঙ্গীরও সেই সুরে কথা বলেছে। তার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, মামলা করতে হব, মেয়র পদ থেকে বরখাস্ত করতে হবে। স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা বলেন, ‘এই অবমামনানা কোনোভাবেই সহ্য করার মতো নয়।

এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, ‘ভবিষ্যতে এমন ধৃষ্টতা যাতে কেউ দেখাতে না পারে—জাহাঙ্গীরের বিরুদ্ধে এমন ব্যবস্থাই নেওয়া হবে। এ সময় তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা করেন শেখ হাসিনা।

জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে কীভাবে তাকে অব্যাহতি দেওয়া যায় সে ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলেও জানিয়েছেন নেতাদের।

বৈঠকে ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগ নেতারা। বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গ উঠলে ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা দায়িত্বপ্রাপ্ত বিভাগের রাজনীতি সম্পর্কে রিপোর্ট পেশ করেন। প্রায় সকল বিভাগের ইউপি ভোটে বিদ্রোহীদের আধিপত্য ও নিয়ম শৃঙ্খলা কেউ মানছেন না বলে অভিযোগ করেন সাংগঠনিক সম্পাদকরা।

এ সময় দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, কোন ইউনিয়নে কোথায় কারা বিদ্রোহীদের মদত দিচ্ছে তাদের তালিকা তৈরি করা হোক। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের খেয়ে-পরে যারা আওয়ামী লীগের ক্ষতি করছে তাদের বাদ দেবো। দলের নীতি-আদর্শে বিশ্বাসী, ত্যাগীদের দিয়ে নতুন করে দল সাজাবো।’

এ সময় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মাদারীপুরের কালকিনি ও গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্রোহীদের কারণে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে জানিয়ে বলেন, এটা আমাদের জন্য অশনী সংকেত। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই অশনী সংকেত।

সভায় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক তার উপস্থিতিতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতারা জেলা আওয়ামী লীগ নেতাদের লাঞ্ছিত করেন অভিযোগ করলে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
ট্রেনের টিকিট বিক্রির টাকা আত্নসাতের দ্বায়ে বুকিং মাস্টার কারাগারে

ট্রেনের টিকিট বিক্রির টাকা আত্নসাতের দ্বায়ে বুকিং মাস্টার কারাগারে

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী আলপালনী উৎসব ও বর্ষা উৎসব উদযাপন

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী আলপালনী উৎসব ও বর্ষা উৎসব উদযাপন

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সাত দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সাত দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু

রণবীর সিংআরো দুই সপ্তাহ সময় চেয়েছেন

রণবীর সিংআরো দুই সপ্তাহ সময় চেয়েছেন

ঝিকরগাছায় গাঁজাসহ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছায় গাঁজাসহ বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে পর্ণগ্রাফি মামলার ২আসামী গ্রেফতার

সাতক্ষীরায় অপহৃত উদ্ধারসহ পাচারচক্রের ২সদস্য গ্রেফতার

সাতক্ষীরায় অপহৃত উদ্ধারসহ পাচারচক্রের ২সদস্য গ্রেফতার

বেনাপোলে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ গ্রেফতার-১

পৌরসভা এলাকায় ডাস্টবিন প্রদান করলেন মেয়র রফিকুল

পৌরসভা এলাকায় ডাস্টবিন প্রদান করলেন মেয়র রফিকুল

দিনাজপুরে অনুর্বর জমিতে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সুপার

দিনাজপুরে অনুর্বর জমিতে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন অতিঃপুলিশ সুপার