যশোর আজ সোমবার , ৭ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলের যানজট নিরসনে নবাগত ওসির তৎপরতায় জনমনে স্বস্তি

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৭, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
বেনাপোলের যানজট নিরসনে নবাগত ওসির তৎপরতায় জনমনে স্বস্তি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিশেষ প্রতিবেদক :: যশোরের বেনাপোল পোর্টথানার নবাগত ওসি রাসেল মিয়ার ঐকান্তিক ইচ্ছা ও তৎপরতায় কমলো জনসাধারারনের নিত্যদিনের ভোগান্তি ও আতঙ্কের নাম বেনাপোল এলাকার কৃত্রিম সৃষ্ট যানজট।

সোমবার ( ৭ অক্টোবর )সকালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট কবির হোসেন ও সজ্ঞীয় অফিসার,ফোর্স সহায়তায় বেনাপোল বন্দর ও কাস্টমস এলাকায় তিনি ঝটিকা অভিযান পরিচালনা করেন।এসময় রাস্তার পাশে আইন ভেঙ্গে যত্রতত্র পাকিং করে রাখা যানবাহন গুলোর কাগজপত্র চেকিংসহ মামলা দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই ঘন্টার পর ঘন্টা ধরে জ্যাম হয়ে থাকা যশোর কোলকাতা মহাসড়ক মূহুর্তেই ফাঁকা হয়ে জনসাধারনের চলাচলের উপযোগী হয়ে ওঠে।

এর আগে বেনাপোল পোর্টথানায় যোগদানের দ্বিতীয় দিনে গত শনিবার (৫ অক্টোবর ) বেনাপোল বাজারস্থ সানরুফ হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সূধী মহলের সাথে মতবিনিময়সভায় যোগদেন যশোর পুলিশের এই কর্মকর্তা।

আধুনিক বেনাপোল গড়ার প্রত্যয়ে ছাত্র ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তির রাখা বক্তব্যে বেনাপোলবাসীর ভোগান্তির অপরনাম বেনাপোলের সৃষ্ট যানজট ওঠে আসলে প্রতিকারে ছাত্র সমাজ স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন।

বেনাপোল পোর্টথানা পুলিশের পক্ষ হতে রাখা বক্তব্যে ওসি রাসেল মিয়া বেনাপোল বাসীকে প্রকৃত অর্থে পুলিশী সেবা প্রদানের নিশ্চিয়তা দিয়ে দ্রুত যানজট নিরসনে আস্বস্ত করেন।

অত্যান্ত কমসময়ে পুলিশ কর্মকর্তার দেওয়া কথা বাস্তবায়নে বেনাপোলবাসীর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ইতিমধ্যেই এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন নবাগত ওসি রাসেল মিয়া।“একদিনের জন্য নই বেনাপোলবাসী চিরতরে যানজট মুক্ত শহর চাই” এমন দাবী জানিয়েছেন সুশীল সমাজ। এসময় তারা নিরাপদ চলাচলের বেনাপোল বাজারের ফুটপাত অবমুক্ত রাখারও দাবী জানান।

উল্লেখ্য,বেনাপোলের কতিপয় অসাধু ব্যবসায়িক সংগঠনের নেতা,পরিবহন সংগঠন,শ্রমিক সংগঠনের নেতারা যোগসাজে সিন্ডিকেট গড়ে বেনাপোল স্থলবন্দরে পণ্য নিয়ে আসা ট্রাক থেকে ভারতে আগে পণ্য খালাসের ব্যবস্থা করে দেওয়ার নামে চাঁদাবাজি করে মোটা অঙ্কের টাকা তুলে আসতো। এর ফলে সড়কের পাশে দীর্ঘ ট্রাকের লাইন পড়ে গিয়ে যানজট সৃষ্ট হয়।

বেনাপোল পৌর বাস ও ট্রাক টার্মিনাল থাকা স্বত্তেও রাস্তার ধারে পরিবহন দীর্ঘ ঘন্টা রেখে ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী দিয়ে বাস ভর্তির চেষ্ঠাকালেও সড়কে প্রতিনিয়ত কৃত্রিম যানজট সৃষ্ট হয়ে জনদূর্ভোগ বেড়ে যায়। অসাধু চক্রের এই অপকর্মের বৈধতা পেতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সপ্তাহ চুক্তিতে বড় অঙ্কের টাকা দেওয়ার গুঞ্জন রয়েছে। সকল জল্পনা-কল্পনার লাগাম টেনে নবাগত ওসির সাহসী পদক্ষেপে সকল অনিয়ম-দূর্নীতির অবসান ঘটবে ও অপরাধীরা আইনের আওতায় আসবে এমনটাই প্রত্যাশা বেনাপোলবাসীর।

সর্বশেষ - সারাদেশ