যশোর আজ সোমবার , ১৯ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার অফিস হতে ভারতীয় পণ্যদ্রব্য জব্দ

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৯, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার অফিস হতে ভারতীয় পণ্য জব্দ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বেনাপোলের বহুল আলোচিত এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার অফিস হতে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এখনো পর্যন্ত কি ধরনের পণ্য বা পণ্যসামগ্রীর বিবরন সম্পর্কে জানা যাইনী। অসমর্থিত সূত্রে জানা গেছে বিপুল পরিমান কসমেটিকস ও ঔষধের চালান জব্দ করেছে বিজিবি সদস্যরা।

রবিবার ( ১৮ আগস্ট ) বিকালে বেনাপোল বাজারস্থ বিজিবি ক্যাম্পের একটি টহল দল এস এ পরিবহনের বেনাপোল অফিসে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যদ্রব্য সামগ্রী জব্দ করেন।

এস এ পরিবহনের বেনাপোল শাখার দায়িত্বরত ম্যানেজার আবুল বাশার বিজিবি কর্তৃক পণ্য সামগ্রী আটকের ঘটনা নিশ্চিত করে জানান,গতকাল বিকালে কুরিয়ার অফিসে পণ্য বুকিং নেওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা একটি ব্যাগ জব্দ করে নিয়ে গেছেন বলে শুনেছেন সে সময় তিনি অফিসে ছিলেন না বর্তমানে ছুটিতে আছেন।

বিজিবির অভিযানে কি ধরনের পণ্য সামগ্রী উদ্ধার হয়েছে তা এখনো নিশ্চিত করেনী বিজিবি।বিষয়টি জানতে,বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুবের মুঠো ফোনে কল করলে তিনি বিজিবি কর্তৃক ভারতীয় পণ্য জব্দের সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে উর্দ্ধতন অফিসারের সাথে কথা বলে পরে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে।এরপর একাধিক বার কল করেও সংবাদ লেখাকালীন সময় পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যাইনী।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই এস এ পরিবহনের বেনাপোল শাখা অফিসটিতে ভারত হতে চোরাই পথে আসা অবৈধ্য পণ্য দ্রব্য বহনকাজের জন্য বুকিং নেওয়া হয় বলে গুঞ্জন রয়েছে। ভারত হতে ট্যুরিস্ট ভিসায় আগত পাসপোর্টযাত্রীদের পণ্য চালান পাসপোর্ট কপি সংগ্রহ পূর্বক তা দেশের অভ্যান্তরে পৌঁছে দেওয়ার জন্য এস এ পরিবহন কুরিয়ারের বেনাপোল শাখায় নিয়মিত পণ্য বুকিং নিয়ে থাকে বলে জানা গেছে।

এ সুযোগে কতিপয় চোরাকারবারী ব্যবসায়ীরা ভারত হতে চোরাই পণ্য চালান জাল কাগজপত্র বানিয়ে দীর্ঘ বৎসর যাবৎ এস কুরিয়ারের মাধ্যমে শুল্ক ফাঁকির পণ্য সামগ্রী দেশের বিভিন্ন স্থানে অনায়াসে পাঠাচ্ছে। একাজে সরকার বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হলেও এসএ পরিবহন কুরিয়ারের অসাধু কর্মকর্তারা রাতারাতি অঙ্গুল ফুলে কলাগাছ বনছেন।

স্থানীয় একাধিক সূত্র জানান, বিজিবি,স্থানীয় পুলিশ প্রশাসন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও চোরাকারবারীর মূল হোতারা মিলে একটি শক্তিশালী সিন্ডিগেট গড়ে তুলে দীর্ঘ বৎসর যাবৎ চোরাকারবারী পণ্য বহনের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছেন। বিজিবি একাধিকবার এস এ পরিবহনের পণ্যবাহী গাড়ি আটক করলেও অদৃশ্য শক্তিতে তা ছেড়ে দেওয়ায় চোরাকারবারীরা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসকেই তাদের অবৈধ্য ব্যবসা পরিচালনার একমাত্র নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে।

সর্বশেষ - সারাদেশ