যশোর আজ রবিবার , ১৮ মে ২০২৫ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল সীমান্তে হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

প্রতিবেদক
Jashore Post
মে ১৮, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ শ্রী জয়ন্ত দত্ত ( ৩৪ ) নামের ভারতীয় ট্রাক চালক আটক হয়েছে। সে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার প্রেট্রাপোল থানাধীন জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

শনিবার ( ১৭ মে ) রাতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপির সদস্যরা তাকে বেনাপোল পোর্টথানাধীন গাজীপুর জামে মসজিদের সামনের সড়কের উপর হতে ভারতীয় নাগরিক সঞ্জয়কে আটক করে।এসময় তার কাছ হতে ৫০০ গ্রাম হেরাইন উদ্ধারসহ বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত হেরোইন ও মোটরসাইকেলের সিজার মূল্য ১২ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক যাহার নাম্বার ডাবলু বি ২৩ সি ২১৪২এর চালক বলে স্বীকার করেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,আটককৃতের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামী,মোটরসাইকেল ও হেরোইন বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ