সর্বশেষ খবরঃ

বাগেরহাটে দুই তরুণীকে ধর্ষণের দ্বায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাটে দুই তরুণীকে ধর্ষণের দ্বায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বাগেরহাটে দুই তরুণীকে ধর্ষণের দ্বায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মোঃ শাকিল সরদার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক রয়েছেন।

রোববার ( ১৪ জানুয়ারি ) সন্ধ্যায় জেলার ফকিরহাট উপজেলার জারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, নির্যাতিত এক তরুণী বাদী হয়ে ফকিরহাট থানায় দুই জনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে।তিনি ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,গত শনিবার বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সঙ্গে দুটি মোটরসাইকেলে বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরতে বের হন।

রাত ১২টা ১০ মিনিটে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল এক তরুণীর ওড়না টেনে ধরেন। এতে ওই তরুণী ও তার বন্ধু মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।আকস্মিক ভাবে তরুণ-তরুণীদের শাকিল ও মেহেদী তাদের মারধর করতে থাকেন। এক পর্যায়ে শাকিল ও মেহেদী ওই তরুণীদের পার্শ্ববর্তী স্বপন দেবেনাথের চায়ের দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

পরবর্তীতে ধর্ষণকারীরা চারজনকে জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে আবারও দুই তরুণীকে ধর্ষণ করেন। শাকিল ও মেহেদী সে সময় ভুক্তভোগীদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃআশরাফুল আলম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার তুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুই জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে শাকিল সরদারকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অপর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে