সর্বশেষ খবরঃ

পাটগ্রামে পাঁচ পরিবারের বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন

পাটগ্রামে পাঁচ পরিবারের বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন
পাটগ্রামে পাঁচ পরিবারের বসতভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :: লালমনিরহাটের পাটগ্রামে খাস জমির বন্দোবস্ত না পাওয়ায় এবং খাসজমির বসতভিটা থেকে তাঁড়িয়ে দেয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন পাঁচ কৃষক পরিবার। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কতিপয় প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ আনে সংক্ষুব্ধ ওই পাঁচটি পরিবার।

রোববার,৩১ অক্টোবর ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের ভূমিহীন ওই কৃষকদের বসতবাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূমিহীন খোরশেদ আলীর মেয়ে সাহেরা খাতুন ( ৩০ )।

এতে বলা হয়, ওই ইউনিয়নের ১১.৩৭ একর জমির এসএ মালিক বানীকান্ত নিয়োগী সপরিবারে নিরুদ্দেশ থাকায় সরকার ওই জমি নিয়ন্ত্রণে নিয়ে ২২ জন ভূমিহীন পরিবারকে প্রথমে একসনা মেয়াদে লিজ প্রদান করে। ভূমিহীন দরিদ্র্র এই পাঁচটি পরিবার দীর্ঘ ৩১ বছর থেকে ওই জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

সম্প্রতি কবুলিয়তের জন্য উপজেলা ভূমি কার্যালয়ে তাদের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হয়। কিন্তু অদৃশ্য কারণে পাঁচ পরিবারের আবেদনপত্র গুলো গায়েব হয়ে যায়।পরবর্তীতে তাদেরকে ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ছক্কর আলীর মাধ্যমে খাস জমির কবুলিয়ত দলিল করে নিতে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হয়।

ছক্কর আলী জমির বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে ওই পাঁচ পরিবারের নিকট বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। উপরন্তু কবুলিয়তের ব্যবস্থা না করে ভূমি কর্মকর্তার যোগসাজসে টাকার বিনিময়ে ছক্কর আলীর মা কালীগঞ্জ উপজেলার চাপারহাটের আয়শা বেগম, শ্রীরামপুর ইউনিয়নের বেলেরবাড়ি গ্রামের ভাজতি জামাই আব্দুর রশিদ, ভগ্নিপতি সুরুজ, ভাগিনা তোতাসহ প্রত্যেকের নামে ৫০ শতক করে জমির কবুলিয়ত দলিল করে নেয়।

এভাবে এই ছক্কর আলী প্রায় ৭ একর জমির কবুলিয়ত দলিল করে নেন। এরপর থেকে ওই পাঁচ পরিবারের বসতভিটাসহ ফসলি জমি দখলের জন্য উঠেপড়ে লাগেন তিনি। তাদের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মামলাও দেন ছক্কর আলী

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়,ছক্কর আলীর স্বজনেরা ধনাঢ্য, ভূমিহীন না হয়েও নিজেদেরকে ভূমিহীন উল্লেখ করে ২০১৮ সালে সরকারি খাস জমির কবুলিয়ত দলিল করে নেয়। ওই কবুলিয়ত দলিল গুলো লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট বাতিলের আবেদন করে ভূমিহীন পরিবার গুলে। আবেদনপত্রে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সুপারিশ করেন।

অভিযুক্ত ছক্কর আলীর জানান,ওই পাঁচ পরিবার সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সরকার আমাদেরকে পক্ষভুক্ত করেছে। আমরা সরকারের পক্ষে থেকে মামলা লড়ছি। এজন্য সরকার আমাদেরকে জমি কবুলিয়ত করে দিয়েছে।

আরো খবর

বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন