স্টাফ রিপোর্টার :: বজ্রপাতে নীলফামারীর পৃথক স্থানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আশরাফুল ও মমিনুর নামে আরো ২ জন আহত হয়েছেন। রবিবার ( ৩ অক্টোবর ) দুপুরে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চ পুকুর ইউনিয়নে উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩২) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)। নিহত রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
এলাকাবাসীরা জানায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চ পুকুরের মিল বাজারের দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ আকাশের বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায়।
এসময় একজন আহত হয়। অপরদিকে পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নিহত হয় এবং মমিনুর রহমান গুরুত্বর আহত হয়।
বজ্রপাতে রবিউল ইসলাম এবং আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুর রউফ।