সর্বশেষ খবরঃ

নায়ক রুবেল আর বিব্রত হতে চাই না

নায়ক রুবেল
নায়ক রুবেল

একজন সিনিয়র শিল্পী হিসেবে খুবই বিব্রত বোধ করছি। তাই আর কোনোদিন এফডিসি প্রাঙ্গণে যাবো কি-না, তা বলতে পারছি না!’ সাম্প্রতিক শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এমনটাই মতামত প্রকাশ করেন চিত্রনায়ক রুবেল।

তবে ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের জন্যই কী এমন সিদ্ধান্ত। এমন প্রশ্নে তিনি ‘না’ বলেছেন।চিত্রনায়ক রুবেল বলেন দেখুন, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। আমরা তো শিল্পী সমিতি নির্বাচন করেছি আজীবন পিকনিকের মতো। কেউ জিতে গেলে অপর প্যানেল আগে মিষ্টি কিনে খাইয়েছে। আর নিপুন আমার ছোট বোনের মতো। ওর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।

কিন্তু সার্বিক যে পরিস্থিতি, একটি সিদ্ধান্তের জন্য যে আদালত অবধি গড়াতে হচ্ছে। এ নিয়ে যে সারাদেশে তুলকালাম। তা নিয়ে একজন সিনিয়র শিল্পী হিসেবে বিব্রত বোধ করছি।

আমি সিনেমার মানুষ, সিনেমার রুবেল হয়ে থাকতে চাই। আমার দর্শকরা নিজেদের ভেতরে ঝগড়া করছি, এই দৃশ্যেও সাক্ষী হিসেবে যেন না দেখে কোনোদিন। মানুষ আজ আমাদের নিয়ে হাসাহাসি করছে। কিন্তু কেন? এমন তো হওয়ার কথা না। আর বিব্রত হতে চাই না আমি। তবে অফিশিয়ালি এখনো পদত্যাগ করেননি চিত্রনায়ক রুবেল।

অন্যদিকে কার্যনির্বাহী পরিষদে বিজয়ী আরেক সিনিয়র শিল্পী চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করে ই-মেইলে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকবেন।

তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এবার নির্বাচনেই অংশ নিতে চাইনি। কারণ নিজের সিনেমা, সেন্সর বোর্ডের কাজসহ ব্যক্তিগত ব্যস্ততা আমার অনেক। একজন অভিনেত্রী হিসেবে আমার কাজ পর্দায় ভালো কিছু উপহার দেওয়া।

সেই কাজকে আরো অনুপ্রেরণা বা তরান্বিত করার জন্য শিল্পী সমিতি আমাদের একটা আড্ডার জায়গা। এটুকুই তো। এর বেশি তো কিছু না। কিন্তু এ নিয়ে যা হচ্ছে। তার জন্য আমি নিজেই বিব্রত। কারো সঙ্গেই আমার ব্যক্তি দ্বন্দ্ব নেই।

ইলিয়াস কাঞ্চন আমার নায়ক। ভোটের দিনও আড্ডা দিয়েছি। আর জায়েদ-নিপুন দুজনই আমার প্রিয়।নির্বাচনের সময় নিপুনের কাছে শাড়ি উপহার চেয়ে নিয়েছি। আমাদের ভেতরে এই সৌহার্দ্যকে আমি নষ্ট করতে চাই না ব্যক্তিজীবনে।তাই হয়তো আমিও পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারি।

এই অবস্থায় আগামী ১৩ ফেব্রুয়ারি আদালতের রায়ের ওপরেই অনেকের সিদ্ধান্ত নির্ভর করছে। তবে শোনা যাচ্ছে মিশা-জায়েদ প্যানেলের প্রায় সকলেই একসঙ্গে পদত্যাগ করতে পারেন। তাই চলচ্চিত্রাঙ্গণে পারস্পরিক সম্পর্ক আর সৌহার্দে্যর অবস্থান কতটুকু থাকবে তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

আরো খবর

কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তিন মামলায় ১৫সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ
পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ
খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ
জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ