 
রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রতিবছর জানুয়ারি মাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার আয়োজন করে জেলা প্রসাশন।প্রতিবছরের ন্যায়ে আগামী নতুন বছরে মধুসূদন দত্তের ২০১তম জনাবার্ষিকী উদযাপন উপলক্ষে হবে সপ্তাহব্যাপী (৭ দিন) মধু মেলা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গত ১৯ অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিবছর মধু মেলায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মধুকবির পূর্ণ জন্মভূমি। প্রতি বছরের মত সপ্তাহব্যাপী মধুমেলায় কবির জন্মভূমি সাগরদাঁড়িতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে জমে উঠবে সপ্তাহ ব্যাপী এই মধুমেলা। সাগরদাঁড়ি দেশের পর্যটন খ্যাতে বিশেষ অবদান রেখে চলেছে। তবে এখানে প্রয়োজনের তুলনায় কম দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে দাবি করেন অনেকেই।
উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী।
১৮৫৩ সালে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। ১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন।
 
				 
											 
															 
															 
															 
															 
															 
															 
															