নড়াইল প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া হতে ২২৮০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার ( ৯ সেপ্টেম্বর ) রাতে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা লোহাগড়া বাজারে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পাংখারচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল সরদার (৩২) ও একই গ্রামের মৃত বাবুল সরদারের ছেলে মোঃ শাহীন (৪৫)।
র্যাব জানাই গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া বাজারের পাশে একটি বাড়িতে অভিযান চালালে গ্রেফতারকৃতরা পালানোর চেষ্ঠা কালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এসময় তাদের হেফাযতে থাকা ২২৮০ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক জব্দকৃত আলামত ও আসামীদ্বয়কে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করে।