যশোর আজ বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৯, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মোজাম্মেল মোল্যা ( ৩৫ ) নামের ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মোঃ মিকাইল মোল্যার ছেলে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি )রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল্লাহ।

পুলিশ জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সারাদেশ