আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে সহিংসতার মামলায় ১১৯ জন আসামির জামিন মঞ্জুর।
গত ২১ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে পরবতী সহিংসতায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, মামলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার আসামিগণ গত ৩ জুন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ( চৌকি ) আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
আজ আসামি পক্ষ গাইবান্ধা জজ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখযোগ্য জামিনপ্রাপ্ত আসামিরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি অধ্যাপক ফিরোজ খানুন,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন লেলিন,উপজেলা যুবলীগের সদস্য জলিল, কোচাশহর ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন সুমন,শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকন আকন্দসহ ৩৩ জন আসামি (মোটরসাইকেল) প্রতিকের কর্মী-সমর্থক ও আওয়ামীলী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।