যশোর আজ সোমবার , ৭ জুলাই ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনায় নৌযান হস্তান্তর

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৭, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনায় নৌযান হস্তান্তর
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ির পাহাড়ি জনপদে এবার দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো নতুন মাত্রা। দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর ত্রাণসেবা পৌঁছে দিতে দুটি নৌযান হস্তান্তর করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন।

শনিবার ( ৬ জুলাই ) বিকালে খাগড়াছড়ি জেলা মৎস্য হ্যাচারি ভবনে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এক অনাড়ম্বর, তবে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এই নৌযান হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

নৌযান দুটি দেওয়া হয়েছে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে, যা আগামীতে প্লাবন, পাহাড়ধস বা দুর্গম এলাকায় দুর্যোগকালীন ত্রাণ তৎপরতায় তাৎক্ষণিকতা ও গতি বাড়াবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার,তিনি বলেন, “এই নৌযান দুটি শুধু প্রযুক্তিগত সংযোজন নয়, এটি খাগড়াছড়ি জেলার মানুষের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক।”

হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) মিজানুর রহমান ( পিপিএম-সেবা ),জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) রুমানা আক্তার,অতিরিক্ত সচিব মেসবাউদ্দীন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,জেলা ফায়ার সার্ভিসের,উপ-পরিচালক মোঃ জাকের হোসেন,সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধাসহ সরকারি কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডঃ জিয়াউদ্দীন বলেন,“প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিটি সেকেন্ড মূল্যবান। এই নৌযান দুটি দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতায় তাৎক্ষণিক ব্যবহারের জন্য কার্যকর ভূমিকা রাখবে।”

এই উদ্যোগ খাগড়াছড়িকে নিয়ে গেলো এক নতুন উচ্চতায়, যেখানে শুধু প্রতিক্রিয়া নয়, দুর্যোগ মোকাবিলায় proactive প্রস্তুতির দৃষ্টান্তও স্থাপন হলো।

খাগড়াছড়ির ইতিহাসে এমন প্রস্তুতি খুব বেশি দেখা যায়নি—এটা যেন সরকার ও প্রশাসনের হাতে গড়া নিরাপত্তার প্রতীক।

খাগড়াছড়ি এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জেলা নয়, দুর্যোগ প্রতিরোধেও উদাহরণ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত