যশোর আজ শুক্রবার , ১১ জুলাই ২০২৫ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে প্লাবনের কবলে শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে

প্রতিবেদক
Jashore Post
জুলাই ১১, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে প্লাবনের কবলে শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে টানা চারদিনের ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, অনেক এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। দীঘিনালা উপজেলার মেরুং,কবাখালি ইউনিয়নসহ খাগড়াছি সদর,মহালছড়ি ও গঞ্জপাড়ার নিচু এলাকা পানির নিচে।

দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে খাগড়াছড়ি-লংগদু সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। লংগদুতে আটকে পড়া খাগড়াছির বাসিন্দা শামসুন্নাহার জানান, “প্রতি ঘণ্টায় মনে হচ্ছে পানি বাড়ছে, এখন নৌকা দিয়েই চলাফেরা করতে হচ্ছে।”

সদর উপজেলা প্রশাসন জানায়, খাগড়াছড়িতে এখন পর্যন্ত চারটি এবং পুরো জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। শুধুমাত্র মেরুং ও কবাখালিতে আশ্রয় নিয়েছেন দুই শতাধিক মানুষ, যাদের রান্না করা খাবার ও চাল সরবরাহ করা হচ্ছে।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাড়ে তিন হাজার পরিবারকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। বারবার অনুরোধের পরও অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাইছেন না। তবে প্রাণহানির ঝুঁকি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

সড়ক ও জনপদ বিভাগ থেকে জানায়, কিছু এলাকায় সড়কের মাটি ধসে পড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানিয়েছেন, প্রশাসনের টিম সরেজমিনে ঘুরে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বাড়াচ্ছে। আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার, পানি ও থাকার ব্যবস্থা রয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্লাবিত এলাকার বিস্তার আরও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ