রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুরের বালিয়াডাঙ্গা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ৩৪৩ এর উদ্যোগে ও আগাপে এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাসনাল বাংলাদেশ এর অর্থায়নে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
প্রকল্পের চেয়ারম্যান মিঃ যাবেষ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের সেন্টার ম্যানেজার লিটন বেপারীর সঞ্চালনায় বুধবার বিকালে প্রকল্প অফিসে প্রধান অতিথি হিসাবে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও স্টিফেন বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিপু দাস, সুদেব দাস, শংকর দাস, আকাশ বিশ্বাস, ডিনা বিশ্বাস,শেলী বিশ্বাস, শম্পা দাস, মেঘনা দাস, সুকুমার দাস প্রমুখ।
এসময় ১৮৫ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।