স্টাফ রিপোর্টার :: কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদী থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ৩০ মার্চ ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান,আজ দুপুরের দিকে লাশটি দেখতে পাওয়া যায়।পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন আগে মারা গেছেন। মারা যাওয়া যুবক কালো প্যান্ট ও হলুদ রঙের হাফ হাতা গেঞ্জি পরিহিত ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম মর্তূজা বলেন,এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।