বেনাপোল প্রতিনিধি :: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিতর্কিত কুরিয়ার এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার এর কাভার্ড ভ্যান হতে বিপুল পরিমান রাজস্ব ফাঁকির অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ হয়েছে।
বৃহষ্পতিবার ( ২৫ জানুয়ারী )রাত ৯ টায় বিজিবির আমড়াখালী চেকপোস্টের নিয়মিত তল্লাশী স্থানে এস এ পরিবহনের নিজিস্ব গাড়িটি ( ঢাকা মেট্রো ড ১৪-০১৭০ )আটক করা হয়।পরে তল্লাশী চালালে আনুমানিক ৮০ লাখ টাকা মূল্যের ইনভয়েজ অথবা এলসির কাগজপত্র বিহীন ভারতীয় শাড়ী,থ্রীপিচ,চকলেট,ঔষধ ও কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করা হয়।
আমড়াখালী চেকপোস্টের টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন শার্শা থানার নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান ও শার্শা থানা পুলিশের কর্মকর্তাসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়,অবৈধ্য পন্থায় বহণকালে এস কুরিয়ার হতে জব্দকৃতমালামালের গনণা ও মূল্য নির্ধারনের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য,এস এ পরিবহনের বেনাপোল শাখা অফিসটি দীর্ঘ বৎসর ধরেই প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই ভারত হতে আসা রাজস্ব ফাঁকির চোরাচালানী পণ্য বহন করে আসছে।গত ২৪ আগস্ট২০২৪ইং তারিখ বিকালে ৪৯বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বাজারস্থ এসএপরিবহন কুরিয়ারের অফিসের মধ্য ও সামনে হতে বিপুল পরিমান কসমেটিক্স ও ঔষধের চালান জব্দ করেন।