যশোর আজ শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

এস আই শাফিউলের বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর অভিযোগ

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
এস আই শাফিউলের বিরুদ্ধে বিকাশ ব্যবসায়ীর অভিযোগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কর্মরত পুলিশ পরিদর্শক শাফিউলের বিরুদ্ধে বন্দর আমিন এলাকার কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত বুুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

লিখত অভিযোগে নজরুল উল্লেখ্য করেন, সে পেশায় একজন বেকারী ও বিকাশ ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সহিত’ জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্ত্রী মোসাঃ নাহিদা আক্তার ও মেয়ে মোসাঃ নুসরাত জাহান ছুটি কাটাতে বিগত ২৪ নভেম্বর-২৩ তারিখে তার দেশের বাড়ী তথা সিরাজগঞ্জ যায়। পরবর্তী সময়ে সে স্ত্রী ও মেয়েকে আনার জন্য ( ১০ ডিসেম্বর-২৩ তারিখে ) সিরাজগঞ্জ যাই।

তিনি বলেন বিগত ১১ ডিসেম্বর ২৩ তারিখ সকাল অনুমান ১১ ঘটিকায় আমার পাশ্ববর্তী ভাড়াটিয়া মোঃ বীরের আম্মু মোবাইল ফোনে আমার স্ত্রীকে জানায় যে, ১১ ডিসেম্বর দিবাগর রাতে অনুমান ০৩ ঘটিকায় নাঃগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস.আই মোঃ আব্দুস শাফীউল আলম ও কতিপয় লোকজন বিল্ডিংয়ের প্রায় সকল ফ্লাট তল্লাশী করেন এবং আমি বাসায় না আমার ফ্লাটের তালা ভেঙ্গে আমার ঘর তল্লাশী করেন।এহেন কাজ ঐ কর্মকর্তা করতে পারেন না। ঘটনার সত্যতা যাচই পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি পুলিশ সুপারের নিকট আবেদন জানান।

অভিযোগ বিষয়ে এস আই শাফিউল বলেন,আমরা সেখানে গোপন তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান পরিচালনা করি। বাড়ির মালিককে নিয়েই প্রতিটি ফ্লাটে অভিযান পরিচালনা করি। প্রতিটি ফ্লাটের মানুষ আমাদের সহযোগিতা করে। কারো ফ্লাটের তালা আমরা ভাঙতে যাবো কেন। তার ফ্লাটের তালা খুলে রেখে গেছে। সন্দেহের ভিত্তিতে এখানে তল্লাশী করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে বলে আরো জানান এস আই শাফিউল।

সর্বশেষ - সারাদেশ