যশোর আজ শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের দাপুটে জয়

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ফ্রান্সের লু আভহাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। মার্কুইনহোস দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রিচার্লিসন।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর ) রাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে ঘানার বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে নেইমার বাহিনী।

নেইমার-মার্কুইনহোসদের ঘরের মাঠ তথা পিএসজির পার্ক দ্যস প্রিন্সেসে ম্যা চের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল।যদিও একাদশে তেমন পরিবর্তন আনেননি ব্রাজিল বস।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে যাইয় সেলেসাওরা। রাফিনহার নেওয়া কর্ণার কিক থেকে মার্কুইনহোসের হেড ঘানার জালে জড়িয়ে গেলে উল্লাসে মাতে পার্ক দ্যস প্রিন্সেসের গ্যালারিতে থাকা হলুদ জার্সির সমর্থকরা।

ম্যাচের ২৮ মিনিটের সময় রিচার্লিসনের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। নেইমারের অ্যাসিস্ট থেকে দর্শনীয় এক গোল করে দলকে এগিয়ে নেন এই টটেনহ্যাম স্ট্রাইকার। ৪০ মিনিটে এসে নেইমার- রিচার্লিসন মেলবন্ধন আরেকবার দেখতে পায় দর্শকরা।

দ্বিতীয়ার্ধ্বে ঘানা নিজেদের ফিরে পায় কিছুটা। প্রথমার্ধ্বে ৩ গোলে হজম করলেও দ্বিতীয়ার্ধ্বে নিজেদের জালে আর কোন বল ঢুকতে দেয়নি তারা। অবশ্য বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে থাকায় বিরতির পর তিতে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চারটি পরিবর্তন আনেন একাদশে।

ম্যাচশেষে ৩-০ গলের জয় নিয়েই মাঠে ছেড়েছে ফিফা র‍্যাংকিংইয়ের এক নাম্বার দল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা এই ম্যাচে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে নেইমার-সিলভারা।

সর্বশেষ - লাইফস্টাইল