খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন এই স্লোগানকে সামনে রেখে ৯আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ,বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও সকল সহযোগী সংগঠন।
শুক্রবার( ০৯আগস্ট ) খাগড়াছড়ি সদরস্থ মহিলা কলেজ রোড সংলগ্ন মারমা ঐক্য পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে শাপলা চত্তর মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চিংহ্লা চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী চৌধুরী( মাষ্টার )।
অন্যদিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু হয়ে শাপলা চত্তর মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা’র সভাপতি ওয়া পেইং মারমা,সাধারণ সম্পাদক উক্যনু মারমা,সাংগঠনিক সম্পাদক চাইশে মারমা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি’র সাধারণ সম্পাদক উষাচিং মারমাসহ আরও অনেকে।