স্টাফ রিপোর্টার :: যশোর পিবিআই পুলিশের নিরলস প্রচেষ্ঠায় আত্নগোপনে থাকা ইমরুল হাসান রাহুল নামের এক নবম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্র উদ্ধার হয়েছে।
সে যশোর কোতয়ালী মডেলথানাধীন ক্ষিতিবদিয়া গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ খলিলুর রহমানের পুত্র ও দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।
মঙ্গলবার ( ২৯ নভেম্বর ) খুলনা জেলার ফুলতলা থানার দামুদর গ্রামের নুর হোসনের বাড়ি থেকে আত্নগোপনে থাকা স্কুল ছাত্র রাহুলকে উদ্ধার করে যশোর পিবিআই পুলিশ সদস্যরা।
যশোর পিবিআই পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১৪ নভেম্বর প্রতিদিনের ন্যায় ইমরুল হাসান রাহুল স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি।অনেক খোঁজাখুজির পর রাহুলকে না পেয়ে তার পিতা থানায় একটি সাধারন ডায়েরী অন্তভূক্ত করেন।
অসহায় পিতা তার সন্তানকে উদ্ধারের জন্য পিবিআই যশোরের শরনাপন্ন হন। যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের দিক নির্দেশনায় এস আই (নিঃ) জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ১৬দিন পর রাহুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।
আত্নগোপনে থাকা স্কুল ছাত্র উদ্ধার হওয়ায় পিতা-মাতা ,শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী যশোর পিবিআই এর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন।