যশোর আজ রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অস্ট্রেলিয়াকে ২-১গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৪, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়াকে ২-১গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা।আর্জেন্টিনার আগে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস। 

শনিবার ( ৩ ডিসেম্বর ) বাংলাদেশ সময় রাত ১ টায় আহমেদ বিন আলী স্টেডিয়াম মাঠে নেমে এই দু’দল। মেসির দেওয়া এক মাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের ৩১তম মিনিটে আকুনা প্রতিক্ষের খেলোয়াড়কে ফাউল করলে কর্নার পায় অস্ট্রেলিয়া। তবে পারেনি সে সুযোগ কাজে লাগাতে।এর দুই মিনিট বাদে বিপদজনক জায়গায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রিক কিক থেকে বল জালে জড়াতে পারেননি মেসি। তবে গোল ঠিকই করেছেন।

ফ্রি কিকের পর প্রতিপক্ষের ডি বক্সের জটলা থেকে বাঁ পাশ থেকে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। সবমিলিয়ে এটি বিশ্বকাপে তাঁর ৯ নবম গোল,নক আউট পর্বে প্রথম।

বিরতি থেকে ফিরেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৫০ মিনিটে সাজানো আক্রমণে যায় তারা। ডি বক্সের বাইরে থেকে শট করে মেসি। তবে তা নিজের গ্লোভসে নেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ান। ম্যাচের ৫২ মিনিটে ডিফেন্ডারদের ভুলে বিপদের সম্ভাবনা দেখা দেয়। তবে জায়গা ছেড়ে বেড়িয়ে এসে বিপদ মুক্ত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোলের দেখা আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করে আর্জেন্টিনার লিড বাড়িয়ে দেন জুলিয়ান আলভারেজ।

তার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করে অস্ট্রেলিয়া। ম্যাচের ৬২ মিনিটে বাম দিক থেকে ফ্রি কিক পায় অস্ট্রেলিয়া। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের ৭৬ মিনিটে গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। ডি বক্সের বাইরে থেকে শটে বল আর্জেন্টিনার জালে জড়ান ক্রেগ গুডউইন। তার গোলে ব্যবধান কমায় সকারুরা। ম্যাচের ৮০ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে যায় আজিজ বেহিচ। তবে ক্লিয়ার করে দেন আর্জেন্টিনার ডিফেন্ডার।ম্যাচের ৮৯ মিনিটে সুযোগ তৈরী করেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের সহজ সুযোগ নষ্ট করেন লাওতারো মার্টিনেজ। এরপর মেসি ডি বক্সের বাইরে থেকে শট করলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। শেষ দিকে গাড়ং কুওলের নেওয়া শট অসাধারণ সেভে দলকে রক্ষা করেন এমিলিয়ানো মার্টিনেজ।

গোল শোধের লক্ষ্যে কিছু আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় সকারুরা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। অন্যদিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া।

সর্বশেষ - সারাদেশ